বাছাই পর্বের পূর্বে মূল অলিম্পিয়াডের আদলে ২ টি মক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে, মক অলিম্পিয়াডের উদ্দেশ্য ছেলেমেয়েদের অলিম্পিয়াডের প্রশ্নের ধরন এবং এক্সাম সিস্টেম এর সাথে পরিচয় করানো ও টেকনিক্যাল সমস্যার সমাধান। মক অলিম্পিয়াড এর ফলাফল বাছাইপর্বে কোনো প্রভাব ফেলবেনা।
মক অলিম্পিয়াড সহ বাছাই পর্ব ও জাতীয় পর্বের পরীক্ষার লিংক এসএমএস ও মেইলের মাধ্যমে পাঠানো হবে । এছাড়াও আমাদের ওয়েবসাইটের হোমপেইজ থেকে Participate এ ক্লিক করার মাধ্যমে অংশ নেয়া যাবে ।
বাছাই পর্বে প্রশ্ন থাকবে ৫০ টি , সময় ১ ঘন্টা। জাতীয় পর্বে প্রশ্ন থাকবে ৫০ টি, সময় থাকবে ২ ঘন্টা। সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট করতে হবে, নির্ধারিত সময় পর সাবমিশন গ্রহণযোগ্য নয় । অলিম্পিয়াড সংক্রান্ত যেকোনো ব্যক্তিগত যান্ত্রিক ত্রুটির দায়ভার কতৃপক্ষের নয় ।
বাছাইপর্ব ও জাতীয় পর্বের সিলেবাস বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সিলেবাসের অনুরূপ।
প্রশ্নের ধরনঃ
প্রশ্নের ধরন হবে সত্য/মিথ্যা নির্বাচন এর মত। কোনো একটি প্রশ্ন/বিবৃতির আলোকে ৫ টি অপশন থাকবে। অপশন গুলোর সত্যতা যাচাই করতে হবে। সত্য হলে √ দিতে হবে,মিথ্যা হলে √ দেবার প্রয়োজন নেই। কোনো প্রশ্নে একাধিক উত্তর সত্য হতে পারে,সবগুলো সত্য হতে পারে আবার সবগুলো অপশন ই মিথ্যা হতে হবে।
বিঃদ্রঃ একটি প্রশ্নের ৫ টি অপশন ই সঠিকভাবে উত্তর করলে নম্বর পাবে, আংশিক সঠিকের জন্য কোনো নম্বর পাবে না। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবেনা।
অসদুপায় অবলম্বন বা যেকোনো অভিযোগ উত্থাপিত হলে হিগজিনো সায়েন্স সোসাইটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।
বাছাইপর্ব ও জাতীয় পর্বের ফলাফল হিগজিনো সায়েন্স সোসাইটির ফেসবুক পেইজ ও অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিজয়ী নির্বাচন ও পুরস্কার সংক্রান্তঃ
অংশগ্রহণকারী সবার জন্য থাকছে ২৫০ টাকার গিফট ভাউচার (শর্ত প্রযোজ্য)।
সকল অংশগ্রহণকারীর জন্য থাকছে পার্টিসিপেশন সার্টিফিকেট।
অলিম্পিয়াডে অংশগ্রহন ব্যতিত পার্টিসিপেশন সার্টিফিকেট ও ভাউচার প্রদান করা হবেনা।
বাছাইপর্বের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আঞ্চলিক বিজয়ী নির্ধারণ করা হবে। একই নম্বর একাধিক প্রতিযোগি অর্জন করলে সাবমিশনের সময় বিবেচনায় আনা হবে।
জাতীয় পর্বের বিজয়ী নির্ধারণ বাছাই পর্বের অনুরূপ।
বিঃদ্রঃ বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে কতৃপক্ষের সিদ্ধান্ত ই চূড়ান্ত, এক্ষেত্রে কারো হস্তক্ষেপ বা উপদেশ গ্রহণযোগ্য নয়।
বাছাই পর্বের সকল বিজয়ীদের জন্য থাকছে মেডেল, প্রিন্টেড সার্টিফিকেট, ১০০০ টাকার গিফট ভাউচার এবং হিগজিনো সায়েন্স সোসাইটি আয়োজিত বায়ো ক্যাম্পের রেজিস্ট্রেশনে ২৫% ছাড়!
জাতীয় পর্বের বিজয়ীদের জন্য থাকছে মেডেল,প্রিন্টেড সার্টিফিকেট সহ আকর্ষণীয় উপহার,পাশাপাশি ২০০০ টাকার গিফট ভাউচার! এছাড়াও জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে হিগজিনো বায়ো ক্যাম্প।
বাছাইপর্বের বিজয়ীদের অবশ্যই প্রতিষ্ঠানের আইডি কার্ড/বেতন রশিদ/পাব্লিক পরীক্ষার সার্টিফিকেট বা অন্য কোনো অফিশিয়াল নথিপত্রের মাধ্যমে নিজের আইডেন্টিটি নিশ্চিত করতে হবে। সুতরাং, অধ্যয়নরত শ্রেণি ব্যতিত অন্য ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করলে তাকে বহিষ্কার করা হবে। এ সম্পর্কে ফলাফল ঘোষণার পর বিস্তারিত জানানো হবে৷
বিঃদ্রঃ হিগজিনো সায়েন্স সোসাইটি যেকোনো সিদ্ধান্ত গ্রহণ ও কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা রাখে,সকল ক্ষেত্রে কতৃপক্ষের সিদ্ধান্ত ই চূড়ান্ত, এক্ষেত্রে কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
যেকোনো জিজ্ঞাসা বা সমস্যার জন্য সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সাথে-