Victory Day VR Challenge 2021

Not rated from 0 reviews
0/5
0% of guests recommend

Wishlist

People interest: 1

Start Time

15 Dec 2021

Duration

3D

Location

Habiganj

Description

REGISTRATION IS OPEN

1. For Registration click on "Book Now" Button.

2. Select Start Date - 16 Dec 2021.

3. Select Category.

4. Again Click on "Book Now".

5. Then fill Up your personal information.

 

১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। জাতীয় জীবনের সবচেয়ে আনন্দের দিন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এই দিনে আমরা মুক্তি ও বিজয় লাভ করি। পৃথিবীর মানচিত্রে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশের গৌরব অর্জন করি আমরা।

দীর্ঘ সংগ্রামের পথ ধরে ১৯৭১ সালে উদিত হয়েছিল বাঙালির স্বাধীনতার সূর্য। ১৯৭১ থেকে ২০২১। গৌরবময় ৫০টি বছর।

তাই এ বছর বাংলাদেশের স্বাধীনতার  সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে Habiganj Runners এর Virtual আয়োজন "Victory Day VR Challenge 2021" ।

যাদের আত্নত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ আর লাল সবুজের পতাকা তাদের স্মরণের বহিঃপ্রকাশ আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

অংশগ্রহণের মাধ্যমে উক্ত ইভেন্টটিকে স্বার্থক করার আন্তরিক নিমন্ত্রণ রইল 🇧🇩💝🇧🇩

ধন্যবাদান্তে,
হবিগঞ্জ রানার্স

***********

“Victory Day VR Challenge 2020” সম্পর্কে জ্ঞাতব্যঃ
-------------------------------------------
>>>এটি একটি ভার্চুয়াল ইভেন্ট।

>>>ইভেন্ট শুরুঃ রাত ০০০১ ঘটিকা, ১৫ই ডিসেম্বর ২০২১ খ্রি.
      ইভেন্ট শেষঃ রাত ২৩৫৯ ঘটিকা, ১৭ই ডিসেম্বর ২০২২ খ্রি.

>>> দূরত্বঃ ৫ কি.মি. এবং  ১০ কি.মি.

>>> সময়সীমাঃ
       ৫   কি.মি.  ৫০ মিনিট
       ১০ কি.মি.  ১ ঘন্টা ৩০ মিনিট
       
>>>অংশগ্রহণকারীদের সর্বোচ্চ সংখ্যাঃ ৫০০ জন
     

------------------------------------------
# উক্ত সময়ের (১৫-১৭ ডিসেম্বর) মধ্যে যে কোন অ্যাপ্সের মাধ্যমে রান ট্রাকিং করে আমাদের দেয়া নির্ধারিত ফর্মে লিংক সাবমিট করতে হবে।

-------------------------------------------
অংশগ্রহন কারীদের জন্য যা থাকছেঃ

১) টি-শার্ট
২) ফিনিসার মেডেল
৩) ই-সার্টিফিকেট
৪) চ্যাম্পিয়ন ও রানার্সআপ বিজয়ীদের (পুরুষ এবং মহিলাদের পৃথকভাবে) জন্য আকর্ষণীয় ক্রেস্ট।
৫) রিফ্লেক্টিভ আর্মস ব্যান্ড।
৬) ইভেন্ট লগো সম্বলিত চাবির রিং।
---------------------------------------------

যেসব নিয়ম কানুন আমরা মেনে নিবোঃ

১) শারিরীক অসুস্থতা নিয়ে কেউ প্রতিযোগীতায় অংশ নিবেন না। এজন্যই ইভেন্টের ব্যাপ্তিকাল তিন দিন।
২) সকল প্রতিযোগীকে নির্ধারিত  সময়ের মধ্যে প্রয়োজনীয় ডাটা সাবমিট করতে হবে। কোনো প্রকার প্রতারণার আশ্রয় না নেওয়ার জন্য অনুরোধ করা হলে।
৩) সকল প্রতিযোগীর বয়স ১৬ বছর কিংবা তার উর্দ্ধে হতে হবে।
৪) ৪৫ বছরের অধিক বয়স্ক প্রতিযোগীদের ক্ষেত্রে কোনো কাট অফ টাইম থাকবে না।
৫) রেজিষ্ট্রেশন প্রদত্ত অর্থ কোন অবস্থায় ফেরতযোগ্য নয়।
--------------------------------------------------
ডিস্ট্রিবিউশন সংক্রান্ত তথ্যঃ

১. কুরিয়ারের মাধ্যমে উপহার সামগ্রী, ফিনিশার মেডেল এবং ইভেন্ট টি-শার্ট রেজিষ্ট্রেশন এ প্রদত্ত ঠিকানায়  পৌঁছে দেওয়া হবে।
২. ই-সার্টিফিকেট গুগল ড্রাইভে সম্মিলিত ভাবে আপলোড করা হবে অথবা রেজিষ্ট্রেশন এর সময় প্রদত্ত ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।
-------------------------------------------------
যেকোনো প্রয়োজনে আমাদের সাথে নিম্নোক্ত মাধ্যমে যোগাযোগ করতে পারবেনঃ

মেইলঃ habiganjrunners@gmail.com
ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/habiganjrunners/

-------------------------------------------------
“Victory Day VR Challenge 2021” সম্পর্কে বিভিন্ন হালনাগাদ তথ্য পেতে চোখ রাখুন হবিগঞ্জ  রানার্স এর ফেইসবুক গ্রুপ ( https://www.facebook.com/groups/146822790631698/?ref=share) ফেইসবুক পেইজ (https://www.facebook.com/habiganjrunners/)

এবং এই ইভেন্ট এর ওয়াল এ।

#VictoryDayVRChallenge2021  #HabiganjRunners

Reviews

0/5
Not rated
Based on 0 review
Excellent
0
Very Good
0
Average
0
Poor
0
Terrible
0
No Review
You must log in to write review

Habiganj Runners Verified

Member Since May 2021

Message host
from $28.25

Extra prices:

({{type.price_type}})
{{type.price_html}}
({{type.price_type}})
{{ type.price }}%
{{ formatMoney(type.price) }}
  • {{total_price_html}}
  • {{pay_now_price_html}}
from
$28.25
0 Review
Messages {{unread_count}}
Chat with: {{currentConversation.display_name}}
{{chat.display_name ? chat.display_name[0] : ''}}

{{chat.display_name}}

You: {{chat.last_message.content}}

{{chat.unread_count }}